in Genre - Hope Genre - Memories Genre - Reflection PH 2020 (Poems) Poems - Bengali Poems by Sumanta Banerjee
Little Little/একটু একটু
By Sumanta Banerjee
একটু একটু মাটি
একটু একটু জল
এই নিয়ে সব ছিল আমার
তখন জলস্থল ।
একটু একটু ছায়া
খানিক খানিক কায়া
তাই নিয়ে সব ছিল আমার
তখন আলোছায়া ।
একটু একটু ধরা
একটু একটু ছোঁয়া
এসব নিয়েই ছিল আমার
নীরবতার খেলা ।
Those were the days
when a little land space
Those were the days
when a little water race
used to become
groundwater for me
Those were the days
when just a little of shadows
just a little of bodies
used to be my light and shadows
Those were the moments
of holding you with little touch
used to be the part of my game
I played in my silences.