in Genre - Hope Genre - Memories Genre - Reflection PH 2021 (Poems) Poems - Bengali Poems by Sumanta Banerjee

She Said / সে বললে

by  Sumanta Banerjee

She said
Why are you happy without a cause?
I said
Why should I always be sad?

She said
Life is one long suffering
I said
Look around, there is much to rejoice!

She mocked
Don’t smile so much
You will attract the evil eye.

I replied in humour
Everyone will fall for my smile

She asked
Don’t you ever get tensed?
I quipped
When did I ever say that?

She asked in wonder
Still this smile?
I have made it my habit, I said
To always put on a smile.

Again she mocked
It is but a pretense then
That hides all worries.

I said
There is great faith in God
Where is the room
For doubt and fear?

Someone wanted to hear me say
“I am unhappy”
Hence the questions became
inconsequential.

Does this question never bring tears?
I build a dam with my laughter
In case I fail to make people laugh
I light up the darkness in other lives.

This smile is a blessing
From those
In whose lives I have scattered joy
When I had very little of my own.

সে বললে
অকারনে এতো খুশি কেন ?
আমি বললাম
সবসময় দুঃখীই বা থাকি কেন ?

সে বললে দ্যাখো
জীবনে আছে দুঃখ অনেক
আমি বললাম লক্ষ করে দ্যাখো
জীবনে সুখও আছে অনেক ||

সে কটাক্ষ করে
বেশী হেসো না
নজর লেগে যাবে ।

আমিও ইয়ার্কি করি
হাসিমুখে আছি
ফিশলে যাবে সবই ।|

সে জিজ্ঞেস করে
টেনশন হয় না কখনও ?
আমি সুধাই
এমন তো বলিনি কখনও ।|

সে অবাক হয়ে বলে
তবুও এই হাসি?
বললাম অভ্যেস করে নিয়েছি
সবসময় হাসিমুখে থাকার |

সে আবার কটাক্ষ করে
আচ্ছা সাজানো হাসি তবে !
চিন্তা তাই যায় না দেখা |

আমি বললাম
অটুট বিশ্বাস আছে
ঈশ্বর আছেন সঙ্গে
সাহস কোথায়
টেনশন বা চিন্তার?

কেউ আমার কাছে
“আমি দুঃখী”
শোনার জন্য উদ়্গ্রীব ছিল
তাই বেহিসেব ছিল
প্রশ্নের ধারাবাহিকতা।

সে প্রশ্ন করে কখনও তো
আসে চোখে জ্বল?

বললুম নিজের হাসি দিয়ে
বেঁধে নিই বাঁধ
আর যদি পরে কম
হাসাই আরও কিছু লোক কে |
জাগাই আশার আলো
ভ্রষ্ট কিছু জীবনে ||

এ হাসি হলো আশীর্বাদ,
সেই সমস্ত মানুষের
যাদের কাছে বিলিয়ে ছিলাম
আমার হাসি ,
যখন দেওয়ার মতো মটেও ছিল না
যথেষ্ট আমার কাছেই ||