in Genre - Hope Genre - Memories Genre - Reflection PH 2021 (Poems) Poems - Bengali Poems by Sumanta Banerjee

Eye Language / চোখের ভাষা

Composed by Dr. Shihab Ghanem
Translated in Bengali by Sumanta Banerjee

চোখে চোখ হতেই তার সাথে
হৃদয় হলো বিহঙ্গ আমার
লাজুক হোলো তার চোখমুখ
গাল হোলো তার আবেগে পরিপূর্ন
চোখের পাতাগুলো যেন
গভীর কালো চাবুকের মতো
তার উচ্ছল চোখের ওপর |
হৃদয় আমার যেন
ফেটে পড়ছে পাঁজরের বিরুদ্ধে
লজ্জায় আমিও
তাকাই অন্য দিকে
বলতে পারিনি যা চেয়েছি বলতে তাকে |
সে পাশ দিয়ে যায় চলে
বিনা কোনো কথায় আমাদের মধ্যে
সমস্ত বাতাস তবু যেন ভড়ে ওঠে নিস্তব্ধতায়
যেন এক দীর্ঘ বক্তৃতায় ।

When her eyes meet mine
I feel my heart fluttering.
I see her face blushing with shyness
And her cheeks flush with emotions.
Eyelids droop with deep dark lashes
Over lustrous eyes,
And I feel my heart
Bursting against my ribs.
And I, too, shyly look away
And do not speak the words I wished to say.
She passes by
Without a word between us
Yet our silence fills the air
Like long speeches!