in Genre - Hope Genre - Memories Genre - Reflection PH 2021 (Poems) Poems - Bengali Poems by Sumanta Banerjee

By the Lake / দীঘির পাড়ে

Composed by Dr. Shihab Ghanem
Translated in Bengali by Sumanta Banerjee

প্রতিবারই ফিরি যখন
আমার গাড়িতে
ঐ দীঘির ধার দিয়ে দিয়ে
যেখানে সাঁতরে বেড়ায়
হাঁসেরা জলেতে
গাছ গছালির মাঝে ,
ঝুলতে থাকে বাচ্ছারা দোলায়
ফুল বাগানের মধ্যে
কিংবা দৌড়ে বেড়ায়
আনন্দে ঘাসের মধ্যে,
আকাঙ্ক্ষার ফানুষগুলো
যেন গ্রাস করতে থাকে, আমায়
স্মৃতির চলচিত্র হয় শুরু
দৃষ্টির প্রেক্ষ্যাপটে আবার। ….

আনন্দে উদ্বেল ,
তোমার আগ্রহী মুখ
ফিরে আসে যেন চারিদিক থেকে
ছোট্ট হাত মুঠোয়
রুটির টুকরোগুলো
ফেলতে থাকো জলে ,
আর যেই না যাও
হাঁসের দিকে ধরতে
চিৎকার করে ওঠে
তোমার মিষ্টি সুর
পাপা কুকু …পাপা কুকু
প্রতিদ্ধনি উঠতে থাকে অনর্গল
ঠিক যেন পাখিদের
দুর্বোধ্য ভাষা
ছুট দাও জলের দিকে,
হাঁসের দিকে
ধরে ফেলি দৌড়ে তোমাকে |
ছোট্ট ছোট্ট শরীরটাকে
হাতের মুঠোয় পেতেই আমি
জড়িয়ে ধরি আদর করি চুমু যে খাই
প্রতিবাদ করে হাঁস কে দেখাও
পাপা কুকু …পাপা কুকু ।
*********
ওহ ওয়াজেদ !
তুমি যদি শুধু বুঝতে পেতে
এই চাওয়ার আকুলতাকে
তুমি যদি বুঝতে পেতে
জ্বালার পাগলামিকে
ভালোবাসা থেকে বিচ্ছেদের |

(To my son Wajd)
Each time my car passes the lake
Where the ducks swim in the water
Amidst the verdure,
And I see children playing on swings
Amongst the flowers
Or running happily on the grass,
Feelings of longing engulf me
The film of memories plays back before my eyes
All over again ….
Your eager face, brimming with joy,
Comes to me from all directions,
And I see your tiny fist full of pieces of bread
As it flinges them into the water.
And as the ducks race to catch them,
Your sweet voice calls with childlike excitement
“Papa …. kuko…. Papa …. kuko….”
And the echo of your lisp sings happily,
In unintelligible words, like the dialogue of birds..
Suddenly you are running at full speed
Towards the water
Towards the ducks ….
I run ….
And clutch your precious little body,
And when it is firmly in my arms
I hug it fiercely,
And shower it with burning kisses,
Whilst you protest with pleas about the “kuko”,
With finger pointing to the ducks
* * * *
O Wajd, if only you knew the longing
You would have realised that separation from loved ones
Was fire …. nay madness.