in Genre - Hope Genre - Memories Genre - Reflection PH 2020 (Poems) Poems - Bengali Poems by Sumanta Banerjee

How About Something Like This?/তেমন কিছু লিখলে কেমন হয়?

Composed by Dr. Shihab Ghanem
Translated in Bengali by Sumanta Banerjee

দারুন একটা সন্ধ্যের ঠান্ডায়

আর্মেনিয়ান রেস্তোরাঁতে

সুপ্ খেতে খেতে মন ভরে গেলো ।

ভাবলাম তেমন কিছু লিখলে কেমন হয় ?

যেমন? যেমন মহিলাটি অবাক করে শুধালে

আপনাকে তো অবিকল

ইরানি কিংবা আফগানী মনে হয়

মোটেও ভারতীয় নয় , কথার ধরনেও নয় ।

খাওয়ার টেবিলেতে জায়গা নিতেই

কাজের মধ্যে ব্যস্ত থাকা সুন্দরী মেয়েটি

এসে যখন সুধালো

স্থানীয় খাবার খেয়ে দেখতে পারেন

আমিও  বেমালুম বেশ  তৃপ্তি সহকারে

সব খেয়ে নিলাম ।

জেনোসাইডেরও মিউজিয়াম হয় জানতাম না

মনুষত্বের  সীমাহীন অত্যাচারের সমস্ত পথ

যখন প্রায় হারিয়েই ফেলছিলাম

একটা নয় দুটো নয় মিউজিয়ামের

৫০ টা  সাজানো করিডোরে ।

কি ভাগ্যিস মানুষ পরে গেলেও

আবার উঠে দাঁড়াতে শিখে ফেলেছিলো  ।

নিঃশাস কি ভাবে নিতে হয়

তাও জেনে ফেলেছিলো ।

তুষার শুভ্র বরফের শীতল আলিঙ্গন

যখন সমস্ত শরীরটাকে কুঁকড়ে দিচ্ছে

শান্ত পথ ধরে চলতে চলতে

যখন মন বলে ওঠে

” এই পথ যদি না শেষ হয় ,

জনমানব শূন্য মনাস্ট্রির পাদ্রী

যখন হটাৎ বলে ওঠে

রবি শঙ্কর , বিসমিল্লাহ , আমজাদ

তোমাদের সার্বজনীন ভাষা আমি ভালো বাসি

তখনই আপন মনে বলে উঠি  সংগীত

তুমি দীর্ঘজীবি হও সর্বকালে সর্বদেশে ।

আসলে কি

মনটা ঠিক জায়গায়

ঠিক মতন পা ফেলতে না পেরে

বারে বারেই ভাবতে থাকে

তেমন কিছু লিখলে কেমন হয় ।

In an enchanting cold evening

While shipping hot soup

In an Armenian restaurant,

my soul filled with joy & thoughts

How about writing something like this?

Like how? The lady surprised me by saying you look just like an Iranian or  may be an Afghani

Not at all look like an Indian

Not even in your accent of conversation.

The moment I took my seat in the restaurant

the beautiful lady waitress came and

made me comfortable by saying

local cousins are also good you can try

and I also unknowingly ate those very happily.

I never knew before

a museum of genocide is also possible

when I almost lost my ways

while passing through all the adjectives

of the limitless human atrocities

in the corridors of not one not two

but fifty in the genocide museum.

By god’s grace the human race

had already learnt the art of

standing up again after a fall

they also learnt  how to breath, I thought of

how about writing something like this.

When the severe cold of white snow

Crippling me in their arms

and I sang alas this road never ends

While walking on a silent road

and the priest of a church

with no human beings around

suddenly shouts Ravishankar, Bismillah, Amjad

I love your universal language

I uttered in my heart

music you live long always, everywhere.

In fact the mind is not able to

put down its feet in the right place

and hence keep on thinking repeatedly

How about writing something like this?